মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ

মো:সাইদুল ইসলাম তানভির: বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়ের চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এগারোটি ইউনিয়নের ২৬১ জন নারীকর্মীকে এ চেক ও সনদ দেওয়া হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মসিউর রহমান। এই সময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক,মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল বারী খোকন,মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আবুল কালাম,মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম তানভী
উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে আরইআরএমপি-৩ প্রকল্পটি ২০২০ সালের জুলাই মাসে শুরু হয় চলতি বছরের জুন মাসে শেষ হয়। সমাজের পিছিয়ে পড়া নারী, বিধবা বা নারী প্রধান পরিবারর দারিদ্র্য বিমাচনের লক্ষ্যে আর্থ ও সামাজিক উন্নয়ন এই প্রকল্প পরিচালিত হয়। বছরব্যাপী রাস্তার রক্ষণাবেক্ষণ করা, বৃক্ষরোপন করা, নিজস্ব আয় বৃদ্ধির জন্য প্রদত্ত প্রশিক্ষন অংশগ্রহন করা সহ তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আরইআরএমপি-৩ প্রকল্প কর্মীদের মাসের সকল বিবেচনায় ২৫০ টাকা হারে পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি দৈনিক ৮০ টাকা সঞ্চয় হিসেবে নির্বাহী প্রকৌশলীর সহিত যথা হিসাব জমা করা হয়। প্রকল্প শেষ সঞ্চয়ের ১ লক্ষ ২০ হাজার টাকা করে কর্মীদের মাঝে বিতরণ করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::