আব্দুল হামিদ সন্দ্বীপ:: সন্দ্বীপের শিক্ষা সাংস্কৃতিক ক্রিড়া ও জনসেবামুলক সংগঠন সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর শনিবার সকাল ১০ টায় শিবের হাট সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার সভাপতি প্রভাষক মাহমুদুর রহমান। মগধরা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন সাঈদের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার এস এম আইয়ুব আলী, ও প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক বিশিষ্ট বীমাবিদ মাওলানা আলাউদ্দীন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, বিশিষ্ট সমাজসেবক জামশেদুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি মাস্টার আনোয়ারুল কাদের, মাইটভাংগা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মতিন, মাওলানা ওমর ফারুক, সংগঠনের সহ সভাপতি মাস্টার আবুল বাশার, মাস্টার মামুনুর রশিদ, সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার সালাউদ্দিন রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার মোশারফ হোসেন নুর, ইচ্ছে শক্তি স্পটিং ক্লাবের সভাপতি মাসুদ রানা , ও নজরুল নাইম, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোশারফ হোসাইন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকারি কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। বক্তরা বলেন সন্দ্বীপ জনকল্যাণ সংস্থা প্রতিষ্ঠার শুরু থেকে সন্দ্বীপে একটি প্রাথমিক বৃত্তি চালু রয়েছে যা এ পর্যন্ত ৯ হাজার ছাত্র ছাত্রী অংশ গ্রহন ছিল, ২০১৭ সালে রোহিঙ্গাদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, বিভিন্ন দুস্হদের মাঝে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা, করোনা কালে ত্রান সামগ্রী বিতরণ, বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা অংশ গ্রহন, সাম্প্রতিক কালে ফেণীর বন্য দুর্গতের মাঝে আর্থিক অনুদান সহ নানান সামগ্রিক কর্মকান্ডে চলমান রয়েছে।