নুর আলম, নীলফামারী: জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (২২০) এর পাতানো সাধারণ সভা বন্ধের দাবীতে নীলফামারীতে সংবাদ সম্মেলন হয়েছে সংগঠনের সদর উপজেলা
কার্যালয়ে।শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সদস্য আইনুল হুদা, বাস চালক মাসুদ রানা প্রমুখ।এতে জানানো হয় আগামীকাল রবিবার সৈয়দপুর বাসটার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে সাধারণ সভা আয়োজন
করা হয়েছে। এই সভার ব্যাপারে কমিটির অধিকাংশ সদস্যই অবগন নয় এমনকি জানানো হয়নি।বৃহৎ একটি অংশকে বাহিরে রেখে সাধারণ সভা শেষে একটি পাতানো কমিটি গঠনের পরিকল্পনা করছে বর্তমান নেতৃবৃন্দ।কার্যকরি কমিটির সদস্য আইনুল হুদা অভিযোগ করে বলেন,অতীতে সাধারণ সভা হয়েছে। সেক্ষেত্রে পোস্টারিং, মাইকিংসহ নানা ভাবে প্রচারণা চালানো হয়েছে। প্রত্যেককে চিঠি দেয়া হতো। এবার কিছুই করা হয়নি বলেন, পাতানো একটি কমিটি গঠন করার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।বাস চালক মাসুদ রানা অভিযোগ করেন, ছয় হাজারেরও অধিক সদস্য এই সমিতিতে। এরমধ্যে প্রকৃত শ্রমিক তিন হাজারেরও বেশি। বাকিরা অবৈধ। ভুয়াভাবে কার্ড নিয়ে সদস্য হয়েছেন।আওয়ামীলীগের প্রেত্মাতারা এখানে খবরদারী করতে চান।আওয়ামীলীদের দোসরদের নিয়ে কমিটি প্রকাশ করতে চান আমরা এটা হতে দেবো না। যদি সাধারণ সভা বা কমিটি ঘোষণা করা হয় তাহলে পরিবহণ ধর্মঘটসহ অবরোধ কর্মসুচি ঘোষণা করা হবে।জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান বলেন, সৈয়দপুর উপজেলার শ্রমিক নিয়ে সাধারণ সভা এবং কমিটি করার পরিকল্পনা করছে একটি চক্র। জানতে পেরে নীলফামারী সদরসহ আরো তিনটি উপজেলার শ্রমিকরা শ্রমিকদলের কাছে বিষয়টি অবগত করে। আমরা তাদের সাথে একাত্ম হয়েছি। জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম বলেন, কোন ভাবেই আমরা রবিবারের সাধারণ সভা চাই না। এমনকি পাতানো কমিটিও চাই না।মুলত শ্রমিক নয় মালিকরা শ্রমিক ইউনিয়নকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মালিকের হস্তক্ষেপে শ্রমিক সংগঠন চলুক আমরা এটা হতে দেবো না।যোগাযোগ করা হলে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) জিকরুল হক বলেন, রবিবার সাধারণ সভা আহবান করা হলেও তা স্থগিত করা হয়েছে। একটি অংশ চাইছে না সে কারণে স্থগিত করা হয়েছে। বলেন, এখানে কমিটি গঠন করলে সেটা চ‚ড়ান্ত হয় না কেন্দ্র থেকে অনুমোদিত হতে হয়।