মিরসরাইয়ে যুবদল কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

মিরসরাইয়ে যুবদল কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 
চট্টগ্রাম প্রতিনিধি, মিরসরাই :::  মিরসরাইয়ে সমাবেশ শেষে বাড়ি যাওয়ার পথে মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাজমুল হাসানের উপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও হামলায় যুবদল ও ছাত্রদলের আরও তিন নেতাকর্মী আহত হয়েছে। বুধবার রাতে মিঠাছরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এইসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আলমগীর হোসেন, মো. আজমল, মো. বাদশা, মিঠানালা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক তারেক মেম্বার, যুগ্ম আহ্বায়ক মোশাররফ, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু ছালেক সোহেল, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামশেদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. তারেকুল ইসলাম, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য, মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন ফারভেজ, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দিদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ফয়সাল প্রমুখ। জানা গেছে, বুধবার বিকালে বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে মিরসরাই বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।

Leave a reply

Minimum length: 20 characters ::