খাদিজা আক্তার, বান্দরবান:বান্দরবান জেলা শিশু একাডেমী মিলনায়তনে একাদশ, ডিগ্রী ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখা। আজ শনিবার ( ২ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় জেলার বিভিন্ন কলেজে ভর্তিকৃত একাদশ, ডিগ্রী ও স্নাতক ১ বর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব কাজী মো: মজিবর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন। নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সভাপতি জনাব আসিফ ইকবাল। অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামের চলমান সাম্প্রদায়িক বৈষম্য নিরসনে দলমত নির্বিশেষে সকলকেই একযোগে কাজ করতে হবে। কোন একক সম্প্রদায়কে সুবিধা প্রদান না করে পার্বত্য এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়কে সমান অধিকার নিশ্চিত করে এগিয়ে নিতে হবে। অধিকার নিশ্চিতের জন্য উপস্থিত নবীন ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনায় মনোযোগী এবং অধিকার সম্পর্কে সচেতন থেকে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেয়ার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তুত করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার। এতে ৪জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়।