টাঙ্গাইল প্রতিনিধি ::চাকুরী জাতীয়করনের একদফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে টাঙ্গাইল জেলার সকল উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা। সারা দেশের ন্যায় গত ২০ অক্টোবর থেকে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখা একদফা দাবিতে এ কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে।
এতে বেকায়দায় পড়েছে সেবা নিতে আসা শত শত সেবা গ্রহীতা। সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সেবা নিতে আসা আরিফুর রহমান জানান, আমি জমি ক্রয় করে তা রেজিস্ট্রি করে নামজারি করার জন্য সার্টিফাই কপি উঠাতে দিয়ে এক সপ্তাহ ধরে ঘুরতেছি কিন্তু কর্মবিরতি কারনে উঠাতে পাচ্ছিনা।
আরেক সেবা গ্রহীতা দেলোয়ার হোসেন বলেন, আমি ব্যাংক মর্গেজ দলিল করছি কিন্তু সার্টিফাই কপি উঠাতে না পারায় ব্যাংক লোন করতে পাচ্ছিনা।
নকল নবিশরা সূত্রে জানা যায়, একটি সরকারি অফিস মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে চলতে পারেনা। প্রতিটি অফিসে ২০ থেকে ৩০ জন নকল নবিশ নিয়মিত কাজ করে যাচ্ছে কিন্ত, কোন নকল নবিশ সরকারি বেতন ভাতা পায়না। গ্রহিতার নিকট থেকে এন ফি বাবদ সরকার নির্ধারিত প্রতি পৃষ্ঠা ৬০ টাকা আদায় হলেও নকল নবিশরা মাত্র ৩৬ টাকা পৃষ্ঠা মূল্যে দলিলের বালাম কপি করে থাকে। মাসে মাত্র অল্প কিছু টাকা পারিশ্রমিক পায়। নকল নবিশরা প্রতিটি অফিসের মূল চালিকাশক্তি। বৃট্রিশ আমল থেকে নকল নবিশরা একই ভাবে চলে আসছে তাই অবিলম্বে নকলনবিশদের চাকুরী জাতীয়করণ করার দাবী জানান তারা।
এ বিষয়ে নকল নবিশরা জানান, আমাদের কলম, খাতা এবং বসার স্থানটা পর্যন্ত সরকারি অফিসে। কিন্তু আমাদের চাকরি সরকারি নয়। দ্রুত সময়ের মধ্যে নকল নবিশদের চাকরি স্থায়ী করতে হবে অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলমান থাকার ঘোষণা দেন।
একাধিক নকল নবিশ নারী সদস্যরা জানান, কোন উৎসব পার্বনে ভাতা, বোনাস এমনকি মাতৃত্বকালীন ছুটি পর্যন্ত আমাদের দেয়া হয় না। এ বৈষম্য থেকে আমাদেরকে বের করে সারা বাংলাদেশের নকল নবিশদের সম্মানের সঙ্গে চাকরী জাতীয়করণ করবে এমনটি আশা করছেন বর্তমান সরকারের কাছে।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক হাজার নকল নবিশ ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে। বাংলাদেশ নকল নোটিশ এসোসিয়েশনের নেতারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, একদফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশের ৫১৬ টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত প্রায় ১৮ হাজার নকল নবিশের চাকরি স্থায়ীকরণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে তিন শতাধিক নকল নবিশ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।