সিরাজগঞ্জের চলনবিলে শুটকি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা

সিরাজগঞ্জের চলনবিলে শুটকি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা

শেখ মাহবুব,সিরাজগঞ্জ:জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের ঐতিহাসিক চলনবিলের মহিষলুটি এলাকার বিভিন্ন স্থানে মাছ শুকিয়ে শুটকি তৈরীর ধুম পড়েছে। নানা প্রজাতের এ শুটকি মাছ তৈরী কাজে এখন ব্যস্ত সময় পার করছেন নারী পুরুষ শ্রমিক। এসব তৈরী শুটকি ইতিমধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের বন্যার পানি কমার সাথে সাথে জেলে ও স্থানীয়রা বিভিন্ন ধরণের মাছ শিকার করে স্থানীয় আড়তে বিক্রি করে। চাতালে তৈরী শুটকি গুলোর মধ্যে রয়েছে, বোয়াল, শিং, টেংরা, পুঁটি, বাতাসী, চেলা, মলা, ঢেলা, টাকি, গোছই, চিংড়ি, চিতলসহ বিভিন্ন প্রজাতের মাছ। স্থানীয় আড়ত থেকে এসব মাছ ক্রয় করে চাতালে নেয়ার পর বাজারজাত করতে প্রায় ৩/৪ সপ্তাহ সময় লেগে যায়। এ শুটকি তৈরী কাজে এ অঞ্চলের শত শত নারী পুরুষ আর্থিক সংকট থেকে এখন মুক্তিও পাচ্ছে। বিশেষ করে কার্তিক-অগ্রহায়ণ মাসে শুটকি মাছ তৈরীর ধুম পড়ে যায় চলনবিলে

Leave a reply

Minimum length: 20 characters ::