কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূলফটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছে কুবি শাখা ছাত্রদল।বিশ্ববিদ্যালয়ের ১০০ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করায় মূল ফটকে তাদের কার্যক্রম চালনা করে।
আজ রবিবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে এই আয়োজন করা হয়।স্থলপর্যবেক্ষণে দেখা যায়, সকাল থেকে কুবি ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে সারিবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাহিরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন এবং দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের পানি দিয়ে সহায়তা করেন।
এ বিষয়ে কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কুবি শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাহিরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি। আমরা চাই না আমাদের কার্যক্রম দ্বারা ক্যাস্পাসে কোন প্রকার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হোক। সেজন্য আমরা মেইনগেইটের বাহিরে কার্যক্রম পরিচালনা করেছি।’
বিষয়টি নিয়ে এক নবীন শিক্ষার্থী মন্তব্য করেন, ‘বিগত বছরগুলোতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম এবং ছাত্র সংগঠনগুলির ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। এছাড়া জুলাই বিপ্লবের ৯ দফার অন্যতম দাবি ছিলো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ। আমরা বিশ্ববিদ্যালয়ে কোন রাজনৈতিক দলের যাতাকলে পিষ্ট হতে চাই না। আমরা ক্যাম্পাসে স্বাধীনভাবে, শান্তিপূর্ণভাবে থাকতে চাই।’
এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ছাত্রলীগ ক্যাম্পাসে অরাজকতার রাজনীতি করতো। আমরা চাই ছাত্র রাজনীতি হোক শিক্ষার্থীবান্ধব, সেই লক্ষ্যে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছি। ছাত্রদলে অবৈধ প্রবেশের মাধ্যমে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আমরা সন্ধান পেলেই তাদের প্রতিহত করছি । আজ বিশ্ববিদ্যালয়ে ১৮তম আবর্তনের নবীনদের আগমন ঘটেছে।তাদের আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি।’