শেখ পরিবারের সদস্যদের ছবি সরিয়ে নিতে ববি প্রশাসনকে শিক্ষার্থীদের স্মারকলিপি

শেখ পরিবারের সদস্যদের ছবি সরিয়ে নিতে ববি প্রশাসনকে শিক্ষার্থীদের স্মারকলিপি

ববি প্রতিনিধি::: আজ ২৭ অক্টোবর (রবিবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ সাধারণ শিক্ষার্থী ব্যানারে প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর শেখ হাসিনা ও তার পরিবারের নামে দেয়াল খচিত ছবি নাম ও অনান্য নিদর্শন অপসারণ প্রসঙ্গে স্মারক লিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে, ৫ই আগস্ট ছাত্র-জনতার মহান বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনা পতন ও পালানোর পরও যার হাতে সহস্রাধিক শহীদ ভাইদের রক্ত লেগে আছে। সেই ফ্যাসিস্ট হাসিনা ও তার পরিবারের নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় নাম, ছবি, লিখনি ও ফলক অপসারণ করা হয়নি। যেটি জুলাই-আগস্ট গণহত্যার চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক বলে আমরা মনে করি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, সরকার ইতোমধ্যে শেখ হাসিনার নামে নির্মিত বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।

অতএব, আমরা সাধারণ শিক্ষার্থীরা অনতিবিলম্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল স্হাপনা থেকে খুনি শেখ হাসিনার ও তার পরিবারের নাম, ছবি এবং বিভিন্ন স্মৃতি সম্বলিত নিদর্শন থেকে দ্রুত এগুলোর অপসারণ চাই।

স্মারকলিপি প্রদানকারী ও স্বাক্ষরকারীরা জানান, স্বৈরাচার শেখ হাসিনার আমলে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান তার পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ কারো নিজস্ব বা পরিবারের নই। এখন সময় এসেছে এগুলোর নাম, ছবি ও নিদর্শন অপসারণের এবং ভবিষ্যতে ও এমন ঘৃণ্য কাজ কেউ না করুক আমরা সেই আশা রাখি।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতা করেছে এমন অনেকের নাম, পদবি ও বিভিন্ন নিদর্শন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্হানে আছে জানিয়ে তা সরিয়ে নেওয়ার জন্য একটি স্মারকলিপি আমরা পেয়েছি। এমন অনেক গুলো পত্র আমাদের কাছে জমা হয়েছে। প্রশাসনিক মাধ্যমে পদক্ষেপ নিয়ে এগুলোর সমাধান করা হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::