অটোর ধাক্কায় ট্রেনের ইণ্জিন  বিকল

অটোর ধাক্কায় ট্রেনের ইণ্জিন  বিকল
রাজশাহী : অবিশ্বাস হলেও সত্য। ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় চলন্ত ট্রেনের ইন্জন বিকল হয়েছে।রেলওয়ে পশ্চিম রাজশাহীতে  চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
জানাগেছে ২৭ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সিতলাই স্টেশনের নিকটবর্তী কদমশহর ক্রসিং গেটে পার হবার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ট্রেনটিকে ধাক্কা দয়।এতে ট্রেনটির ইন্জিন বন্ধ হয়ে যায়।
রাজশাহী স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মহিউদ্দিন আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত  রাজশাহী থেকে একটি ইঞ্জিন সীতলাই স্টেশনে গিয়ে ইন্জিন পরিবর্তন করার পর , ট্রেনটি গন্তব্যে যাত্রা  করে। তিনি আরো জানান অটোর ধাক্কায় ট্রেনের ইন্জিনের পাইপ ছিঁড়ে যাওয়ায় ইন্জিন বন্ধ হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::