প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে প্রধান বিচাপতির দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে সুপ্রিম কোর্ট সূত্র নিশ্চিত করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি বলেছিলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়ত সময় পাননি।

এ বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রাষ্ট্রপতির পদত্যাগে সমাবেশও করেছেন। একদল লোক বঙ্গভবনের সামনেও অবস্থান নিয়েছেন।  এ অবস্থায় মঙ্গলবার দুপুরের পর  ৪০ মিনিটের মতো প্রধান বিচারপতির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা বৈঠক করেন। তবে সাক্ষাতের বিষয়বস্তু এখনও জানা যায়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::