দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে শারদীয়া দুর্গোৎসব  

দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে শারদীয়া দুর্গোৎসব  
আশিকুর রহমান :নরসিংদীতে দেবী দূর্গার শুভ বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে  সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ।
রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১টার মধ্যে জেলার সর্বমোট ৩৩০টি পূজামন্ডপের বিসর্জনের মধ্যে শেষ হয়েছে শারদীয় দূর্গা উৎসব। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মাতেন হিন্দু ধর্মালম্বীরা। অন্যদিকে বিসর্জন শুরু হয়ে যাওয়ায় মণ্ডপে মণ্ডপে বাজতে শুরু করেছে বিদায় ও বিষাদের করুণ ধ্বনি। এর মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৯৬টি, শিবপুরে ৬৭টি, রায়পুরায় ৫৮টি, মনোহরদীতে ৪৬টি, পলাশে ৪২টি এবং বেলাবোতে ২১টি এবং নরসিংদী পৌরসভায় ৩৩টি এবং মাধবদী পৌরসভার ৯টি পূজামণ্ডপ রয়েছে। এদিকে বিজয়া দশমী উদযাপন উপলক্ষে শহরের স্বাধীনতা চত্বরে বিজয়া দশমী মঞ্চ তৈরি করেন প্রতিমা বিসর্জন কমিটি। কাজল সাহার সভাপতিত্বে ও দীপক কুমার বর্মন প্রিন্স এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। এসময় জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ও দেশবরেণ্য শিল্পীরা উপস্থিত হয়ে সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::