তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাই: তিন আসামি রিমান্ডে

তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাই: তিন আসামি রিমান্ডে
নিউজ ডেস্ক : রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।এদিন তিন আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শিব্বির আহম্মেদ।

গত শুক্রবার রাতে তাঁতীবাজারে একটি পূজামণ্ডপের কাছে অজ্ঞাতপরিচয় এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদস্যরা আসামিদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়।এ ঘটনায় শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুশদ হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining