তাঁতীবাজার মণ্ডপে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, পুলিশ বলছে ‘ছিনতাইকারী’

তাঁতীবাজার মণ্ডপে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, পুলিশ বলছে ‘ছিনতাইকারী’

নিউজ ডেস্ক::: রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের পাশে এক নারীর চেইন ছিনতাইকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা উপস্থিত চারজনকে ছুরিকাঘাত করেছে। একপর্যায়ে ছিনতাইকারীরা পূজামণ্ডপের দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। কিন্তু বোমাটি বিস্ফোরিত হয়নি। বর্তমানে তাঁতীবাজার পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হোসেন বলেন, রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। পরে পূজামণ্ডপে উপস্থিত লোকদের সহযোগিতায় থানা-পুলিশ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)। পুলিশ বলছে, এ ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চারজন আহত হয়েছে। তাঁরা হলেন ঝন্টু (৪৫), মো. সাগর (৩৮), মো. খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের ঘটনাস্থল থেকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা চলছে। কোতোয়ালি থানা-পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে উদ্ধার পেট্রলবোমাটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ। বর্তমানে তাঁতীবাজার পূজামণ্ডপের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::