ডি-৮ বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার একটি জোট, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত।রাষ্ট্রদূত সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিসরের পররাষ্ট্রমন্ত্রীর ফলপ্রসূ বৈঠকের কথা উল্লেখ করেন।
চলতি বছর বাংলাদেশ ও মিসরের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর আলোকে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সহযোগিতার সম্ভাব্য উপায়গুলো অন্বেষণ করার প্রসঙ্গ আসে। তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে প্রসারে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন। এ ছাড়া, কৃষি, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল এবং শিপিং খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা।
রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণকে বাংলাদেশ যে মানবিক সহায়তা দিয়েছে, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপদেষ্টা চলমান সংঘাত সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টায় আরব দেশ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংহতি বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।