তিনি জানান, এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ১০০ ইউএস ডলারের পঁয়ষট্টিটি নোট, ২০ ইউএস ডলারের চারটি নোট, এক ইউএস ডলার নোট, ১০০০ থাইবাথের একচল্লিশটি নোট, ৫০০ থাইবাথের দুটি নোট, ২০ বাথের আটাশটি নোট, তিনটি ৫০ বাথ নোট, বিশটি ৫০০ দিরহামের নোটসহ ছোট-বড় অংকের অসংখ্য কানাডিয়ান ডলার, সিঙ্গাপুরিয়ান ডলার, রিয়াল ও রুপি পাওয়া গেছে। এ ছাড়া নেভি ব্লু রঙয়ের বুলেটপ্রুফ জ্যাকেট পাওয়া গেছে যেগুলোর দুই পাশেই ইংরেজিতে পুলিশ লেখা রয়েছে। একই সময় দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য পলাতক মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে আবির হাসান তামিমসহ (পলাতক) গ্রেপ্তাররা গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সময় ব্যবহার করতো। যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবিরের শ্বশুর বাড়ি বলে জানা গেছে।গ্রেপ্তাররা জানিয়েছে, জব্দ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।