নিউজ ডেস্ক:::::::: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার ভয়াবহ আগুনের ঘটনায় ১৬০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের স্বজনরা ফায়ার সার্ভিসের কাছে নাম নিবন্ধন করেছেন। নিখোঁজদের মধ্যে অনেকেই লুটপাটের সময় কারখানায় যান বলে দাবি প্রত্যক্ষদর্শী ও স্বজনদের।
রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকায় ওই কারখানায় আগুন লাগার পর ভবনে আগুনে আটকে পড়া ১৪ জনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কারখানার কর্মকর্তারা বলেছেন, তাদের কোনো শ্রমিক আটকে পড়েছেন এমন কোনো তথ্য নেই।
প্রত্যক্ষদর্শী ও নিখোঁজের স্বজনেরা জানিয়েছেন, গাজী টায়ারের কারখানায় লুটপাট চলাকালে তাদের স্বজনরা এখানে আসেন। গত ১৮ ঘণ্টায় তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
এদিকে টানা ১৮ ঘন্টা ধরে জ্বলছে গাজী টায়ার কারখানা। ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে আগুন নেভাতে দীর্ঘ সময় লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিস জানিয়েছে, টায়ার নির্মাণের কাঁচামাল, রাবার কেমিক্যালসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় লাগছে আগুন নিয়ন্ত্রণ করতে।