প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বিজয় দিবস উপলক্ষে ভোরে জেলা প্রাশাসক কার্যালয় ভেতরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। এরপর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মাসুদ আলম শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে মাদারীপুর বিচার বিভাগের পক্ষ থেকে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরব, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদ-উল-হাসান চৌধুরী প্রমুখ। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা, আনসার বাহিনী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জেলার আচমত আলী খান স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লের আয়োজন করা হয়। সেখানে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পায়রা ও বেলুুন উড়িয়ে মহান বিজয় দিবস উদযাপন করেন সর্বস্তরের মানুষ। পরে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে ৬০টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে জেলা প্রশাসন থেকে একটি বিজয় শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। এদিকে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে ১০০ জন বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী।
এদিকে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে হাতিরবাগান মাঠে আনুষ্ঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) রব্বানী খান। কালকিনিতে আনুষ্ঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ, অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান। ডাসারে আনুষ্ঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ, অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন । রাজৈরে আনুষ্ঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান হাওলাদার। এছাড়া কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে ও বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা আক্তার, মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম সালাহ উদ্দিনসহ আরো অনেকেই।