নিউজ ডেস্ক:: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সব দলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ সরকার বিরোধী দলগুলোর প্রতিবাদ উপেক্ষা করে ৭ জানুয়ারি পরবর্তী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র যেহেতু নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের জন্য আহ্বান জানিয়েছে এবং সব রাজনৈতিক দল এই তফসিল প্রত্যাখ্যান করেছে তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সরকারকে জবাবদিহি করতে আপনাদের অবস্থান কী?
জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা আগের অবস্থানেই আছি। ভোটের দিন-তারিখ ঘোষণার পরও আমরা একই বার্তা দেব। আমরা তাই চাই, যা বাংলাদেশি জনগণ চায়—একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যা শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে।’
‘আমরা বাংলাদেশে নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি রাজনৈতিক দলকে অন্য রাজনৈতিক দলের চেয়ে বেশি প্রাধান্য দিই না। আমরা সকল পক্ষকে সংযম অবলম্বন করতে, সহিংসতা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।
অপর এক প্রশ্নে ক্ষমতাসীন দলের সদস্যদের পক্ষ থেকে রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি বিষয়ে জানতে চাওয়া হলে জবাবে মিলার বলেন, ‘আমাদের কূটনীতিকদের নিরাপত্তা এবং সুরক্ষা অবশ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা তাঁদের বিরুদ্ধে যেকোনো হুমকি খুব গুরুত্ব সহকারে গ্রহণ করি। আমাদের কূটনৈতিকদের ওপর সহিংসতা বা সহিংসতার হুমকি অগ্রহণযোগ্য।’