বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা জানতে চেয়েছে রাশিয়া

বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা জানতে চেয়েছে রাশিয়া

ঢাকা: বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা উৎপাদন করা যাবে কি না তা জানতে চেয়েছে রাশিয়া। একই সঙ্গে তারা বাংলাদেশে টিকা দিতে আগ্রহ প্রকাশ করেছে

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বাংলাদেশ টিকা উৎপাদনে সক্ষম কি না, তা জানতে চেয়েছে রাশিয়া সরকার।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের কয়েকটি কোম্পানির সেই সক্ষমতা রয়েছে। এতে তারা অনুমতি দেবে বলে জানিয়েছে।

জাহিদ মালেক বলেন, চীন ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে টিকার ট্রায়ালের আবেদন করেনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অক্সফোর্ডের গবেষকদের টিকা বাংলাদেশে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চুক্তি হয়েছে।

ইতোমধ্যে বিশ্বের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন করিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে এই ভ্যাকসিন নিয়েছে। তার মেয়ে এখন সুস্থ আছেন বলে জানান প্রেসিডেন্ট।

কৃত্রিম উপগ্রহ স্পুটনিকের নামে এই টিকার নাম দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার।

 

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি