নিখোঁজের ৩৭ ঘন্টা পর পুলিশ সদস্যের লাশ উদ্ধার

নিখোঁজের ৩৭ ঘন্টা পর পুলিশ সদস্যের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ঘাট এলাকায় মধুমতি নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান মোল্যার(২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মধুমতি নদীর মহিষাপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু এখনো নিহত পুলিশ সদস্যের শিশু পুত্র আনাসের খোঁজ মেলেনি। গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালালেও পিতা-পুত্রর সন্ধান না পেয়ে গত শনিবার দুপুর ৩টার দিকে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে লোহাগড়ার মহিষাপাড়া ঘাট এলাকায় (কালনা ঘাট থেকে ১কিলোমিটার দক্ষিণে) মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিয়ানি থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরিবারের কাছে সকাল ১০ টার দিকে লাশ হস্তান্তর করে পুলিশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি