যাচ্ছিলেন সিলেটে বেড়াতে, পথে ঝরল ৭টি তাজা প্রাণ

যাচ্ছিলেন সিলেটে বেড়াতে, পথে ঝরল ৭টি তাজা প্রাণ
আশিকুর রহমান(স্টাফ রিপোর্টার): ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বেড়াতে যাওয়ার সময় নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাষপুর শহিদ মিনার এলাকায়  ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সাভারের একটি পোশাক কারখানার সাত সহকর্মী। এতে আহত হয়েছেন আরও চারজন।নিহত ৭ জনই সাভার ইপিজেড এলাকার এসবি নিটিং লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী।
আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক ওরফে সবুজ (৩০), গাজীপুরের কালিয়াকৈর থানার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমীন (২৭), ঝালকাঠির রাজাপুর থানার পারগোপারপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার (২৯), জামালপুরের সরিষাবাড়ী থানার ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহাম্মেদ (৩৬), মাদারীপুরের কালকিনি থানার উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (৩৭), বরিশালের মুলাদি থানার মুলাদি গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪) ও কুষ্টিয়ার সদর থানার খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০)।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ জানায়, সাভার ইপিজেড এলাকার এসবি নিটিং লিমিটেডের ১১ জন কর্মকর্তা-কর্মচারী সিলেটে বেড়াতে যাচ্ছিলেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলার শাষপুর শহিদ মিনার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে মহাসড়কের দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। চিৎকার-চেঁচামেচি শুনে দৌড়ে মহাসড়কে এসে দেখি, ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ট্রাকটি একপাশে পড়ে আছে আর মাইক্রোবাসটি উল্টে আছে। আহতরা কান্নাকাটি করছে। পরে স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করি।নিহতর স্বজন প্রতিনিধিকে জানান, আমার ভাইসহ অন্যদের সিলেট ঘুরে যাওয়ার কথা ছিল। কিন্তু ফোনে খবর পাই, সড়ক দুর্ঘটনায় ভাইসহ তার সহকর্মীর মারা গেছেন। এখন মরদেহ নিয়ে যাওয়ার জন্য এসেছি।
হাইওয়ে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়েছি, ট্রাকটি নিজের লেনেই ছিল, আর মাইক্রোবাসটি অন্য একটি লেনে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি ওভারটেক করার সময় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। আমরা ট্রাককের চালককে আহত অবস্থায় আটক করেছি, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছি এবং মহাসড়ক থেকে গাড়িগুলো সরিয়ে ইটাখোলা  ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::