অজ্ঞাতনামা এক পুরুষের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ

অজ্ঞাতনামা এক পুরুষের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক পুরুষের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ। বুধবার ভোরে ঢাকা-ভাংগা এক্সপ্রেসওয়ের ভাংগাগামী সন্ন্যাসীরচর নামক স্থানে ৪নং তেল পাম্পের পার্শ্বে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।জানা যায়, অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় গুরুতর জখম হয় ঐ ব্যক্তি । পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে শিবচর হাইওয়ে থানা পুলিশকে জানানো হলে পুলিশ তাৎক্ষণিক এসে অজ্ঞাতনামা ছিন্নভিন্ন ঐ পুরুষের মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।মাদারীপুর রিজিয়নের শিবচর হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী বলেন, মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য সিআইডি ফরিদপুর এর সহযোগিতা গ্রহণ করা হয়েছে । সার্ভারের সমস্যার কারণে  ভোটার আইডি কার্ড সংগ্রহ করা সম্ভব হয়নি। সকল থানায় বেতার  বার্তা প্রেরণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পরিবারের সন্ধান পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত আছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::