চট্টগ্রাম: লাইসেন্স নবায়নের পূর্বে হাসপাতালের বিভিন্ন বিষয় তদন্ত করতে চট্টগ্রামের মেরিন সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে হাসপাতালটি। তাই হাসপাতালটির বিষয়ে তদন্ত করতে সরেজমিনে পরিদর্শন করি। তবে তেমন কোনো সমস্যা আমরা পাইনি।
‘জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে লাইসেন্স নবায়েনের পূর্বে হাসপাতাল এবং ডায়াগানস্টিক সেন্টারগুলো পরিদর্শন অব্যাহত রাখা হবে। ’ যোগ করেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্সের বেধে দেওয়া সময় অনুযায়ী গত ২৩ আগস্ট ছিল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স নবায়নের শেষ সময়। এতে চট্টগ্রামের ৫৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের আবেদন করে।
এর আগে হাসপাতালের লাইসন্সে নবায়ন না করায় গত ১৯ আগস্ট চট্টগ্রামের ৩৮ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল করে পরিবেশ অধিদফতর।