নিউজ ডেস্ক : রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে আটকের অভিযোগ উঠেছে।শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করেছে বলে জানা গেছে।তবে ডিবির পক্ষ থেকে কতজনকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।ডিবি সূত্র জানায়, ভাটারা থানা এলাকা থেকে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ বিষয়ে যাচাই-বাছাই চলছে। তাদের নাম-পরিচয় ও পদবী নিশ্চিত হয়ে পরে জানানো হবে।ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম জানান, কতজনকে আটক করা হয়েছে খোঁজ নিয়ে পরে জানানো হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।