মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর কালকিনি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শনিবার (১লা এপ্রিল) জেলা প্রশাসক ড.রহিমা খাতুন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিংকি সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম । এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ সরদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শামীম হোসেন, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পৌর পরিষদ এবং কালকিনি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় জেলা প্রশাসককে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিংকি সাহা । অপরদিকে গত ৩০ মার্চ মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদারীপুরের পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (অপস) মো . মনিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এবং জেলার সকল অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১৩ জন। এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১ জন সুস্থ হয়েছেন।