মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘুষ ও দুর্নীতি মুক্ত করতে সহকারী পরিচালক মাহমুদুল হাসান নানা উদ্যোগ গ্রহণ করেছেন।পাসপোর্ট করার ক্ষেত্রে দালাল না ধরতে এবং সরকারি ফি’র অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দিতে পরামর্শ দিয়েছেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা জীবন সাহা বলেন, পাসপোর্ট অফিসে অতিরিক্ত কোন টাকা-পয়সা দেওয়া লাগেনা । সরকারি খরচ যা তাই দিতে হচ্ছে। মাদারীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান স্যার ও অফিস সহকারী মোহাম্মদ কামরুল হাসান এর সম্মিলিত প্রচেষ্টায় বদলে গেছে গ্রাহক সেবা।
মাদারীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান।