রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩২

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩২
নিউজ ডেস্ক : রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, গ্রেফতারদের কাছ থেকে তিন হাজার ২২২ পিস ইয়াবা, ৭৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, পাঁচ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও দুই বোতল ফেনসিডিল জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ৪০০ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারে না গিয়েও এনসিপি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে: খায়রুল কবির খোকন