ইটভাটার বস্তিতে আগুন লেগে নারী শ্রমিকের মৃত্যু, পুড়েছে ৮০ ঘর

ইটভাটার বস্তিতে আগুন লেগে নারী শ্রমিকের মৃত্যু, পুড়েছে ৮০ ঘর
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইটভাটার বস্তিতে আগুনে দগ্ধ হয়ে রোকেয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন এনবিএন ইটখোলার পাশের বস্তিতে এ ঘটনা ঘটে।নিহত রোকেয়া (২৭) এনবিএন ইটখোলার শ্রমিক ও হারুন অর রশিদের স্ত্রী। তার বাড়ি কিশোরগঞ্জে বলে জানা গেছে। দগ্ধ নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  আগুনে বস্তিতে বসবাস করা শ্রমিকদের প্রায় ৮০-৯০টি খুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।শ্রমিকরা জানান, হঠাৎ বস্তির খুপড়ি ঘরে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় পাশের জেবিসি ইটখোলার খুপড়ি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে উভয় খোলার প্রায় শতাধিক ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে পুড়ে যাওয়া এনবিএম ইটখোলার খুপড়ি ঘরের ছাই থেকে রোকেয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করেছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, ইটভাটার পাশে খুপড়ি ঘরে আগুন লেগে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। । এছাড়া আগুন লেগে ৮০টির মত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ এসে তার মরদেহ নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে