নিউজ ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভালোবাসা দিবসে দিনের শুরুতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে’।সাদা পাঞ্জাবীর ওপর মুজিব কোর্ট এবং তার সঙ্গে মেরুন রঙের মাফলার- এমন কয়েকটি ছবিতে স্মিথ হাস্যোজ্জল ওবায়দুল কাদেরের ছবিগুলো সকাল ৯টার দিকে পোস্ট করা হয়। সকাল ১১টা নাগাদ ৮০ হাজার লাইক, ১৩ হাজার কমেন্টস এবং ১০ হাজারের বেশি শেয়ার ছাড়িয়ে গেছে সেই পোস্ট।ফেসবুকে মাঝে মধ্যেই ছবিসহ পোস্ট দেন ওবায়দুল কাদের। দিবস কেন্দ্রিক পোস্টগুলোতে প্রাসঙ্গিক ছবি ব্যবহার করেন এ আওয়ামী লীগ নেতা। দলের শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের সে সব পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।ভালোবাসা দিবসে দুই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ওবায়দুল কাদের। তার দপ্তরের জানায়, সকাল ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু চত্বরে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। দ্বিতীয় কর্মসূচিটি হলো, কবিরহাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।