বিনোদন ডেস্ক : সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আফতাবনগরে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার সেটে এ ঘটনা ঘটে।জানা যায়, আগুন সিনেমার শেষ দিনের শুটিং করছিলেন শাকিব। আর শেষ দিনের শুটিংয়ে গিয়েই পা মচকে ফেলেছেন তিনি। এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ডান পা মচকে যায় কিং খান খ্যাত শাকিব খানের।এরপর শুটিং সেট থেকে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। তবে শাকিব ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। হাসপাতালে চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। তবে আগামী কয়েকদিন কোনো কাজ নয়, থাকতে হবে বিশ্রামে। এমনটায় পরামর্শ দিয়েছেন চিকিৎসক।সিনেমা সূত্রে জানা গেছে, সিনেমার শুটিং শেষ। এখন শুধু বাকি আছে দুটি গানের শুটিং। শাকিব খান সুস্থ হলেই গানের শুটিংয়ে অংশ নেবেন। আসন্ন ঈদে মুক্তি পাবে এ সিনেমাটি। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে জাহারা মিতুকে। এ ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজ ও অন্যরা।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।