জমকালো আয়োজনে শেষ হলো এম হাবিজ উদ্দিন স্কুল এন্ড কলেজ এর পিঠা উৎসব ২০২৩

জমকালো আয়োজনে শেষ হলো এম হাবিজ উদ্দিন স্কুল এন্ড কলেজ এর পিঠা উৎসব ২০২৩
জুয়েল রানা, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডের সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান এম হাবিজ উদ্দিন স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত “পিঠা উৎসব ২০২৩” গত ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব সিকদার মোশারফ হোসেন  (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, গাজীপুর জেলা শাখা)। প্রধান অতিথি সহ সকল অতিথিদের নৃত্যের তালে মাল্য দান করে বরণ করে শিক্ষার্থীরা। এছাড়াও সঙ্গীত-নৃত্যের অপরূপ ভঙ্গিতে শুভেচ্ছা ও সম্মান নিবেদন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহ আলম। তিনি প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও পৃষ্ঠপোষকতায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক এসএম নুরে আলম সিদ্দিকী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব হুমায়ন কবির, পরিচালনায় ও সহযোগীতায় ছিলেন শিক্ষক ও শিক্ষার্থী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী জাকারিয়া জুয়েল। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জনাব সিকদার মোশারফ হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের  স্বপ্ন পূরণ, উন্নয়ন অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ তুলে ধরেন। তিনি এম হাবিজ উদ্দিন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে পিঠা উৎসবের আয়োজন, বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল, বিভিন্ন সাফল্য, শিক্ষা বান্ধব সুন্দর পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানটির ডিজিটালাইজেশন, শিক্ষক-শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন সুস্বাদু ও নকশী পিঠার প্রশংসা করেন। সবমিলিয়ে অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর। শীতের স্নিগ্ধতায় ফুটে উঠেছে বাঙালির চিরচেনা ঐতিহ্য পিঠা উৎসব। উৎসবটি পূর্বচান্দরা তথা কালিয়াকৈর, গাজীপুর বাসীর জন্য ছিল একটি মাহেন্দ্রক্ষণ। শুক্রবার বিকেল ৪:০০ ঘটিকায় পিঠা উৎসবে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কৃত করে সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি