নওগাঁয় তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে

নওগাঁয় তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে

নিউজ ডেস্ক ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় উত্তরের জেলা নওগাঁয় শীত জেঁকে বসেছে। পৌষের শুরুতেই তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুয়াশায় ছেয়ে ছিল নওগাঁর পথ-ঘাট, প্রান্তর। কুয়াশার কারণে সড়কগুলোতে বাস, ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেলকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। সকাল ১০ পর্যন্ত মেলেনি সূর্যের দেখা।শনিবার (২৪ ডিসেম্বর) সকালে নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আজকে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। চলতি মাসের শেষের দিকে ও আগামী বছরের শুরুতে তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা দেখা দিয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন