৫০ রানের আগেই আউট জাকির-শান্ত

৫০ রানের আগেই আউট জাকির-শান্ত
স্পোর্টস ডেস্ক : শুরু থেকেই ভারতের বোলাররা করছিলেন দারুণ বোলিং। ব্যাটের কানায় লেগে, এদিক-সেদিক থেকে রান আসছিল।কিন্তু বাংলাদেশের ব্যাটাররা খুঁজে পাচ্ছিলেন না ছন্দ। শেষ অবধি জাকির হাসানকে অবশ্য ফিরতেই হলো উদ্বোধনী জুটিতে হাফ সেঞ্চুরি করার আগে। কিছুক্ষণ পরই ফিরে গেলেন নাজমুল হোসেন শান্তও।  মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে বাংলাদেশ।  প্রথম ঘণ্টা কাটিয়ে দিয়েছিলেন আগের ম্যাচেই শতরান পেরোনো জুটি গড়া জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু হঠাৎই হয় ছন্দপতন। জয়দেব উনাদকাটের বলে কাট করতে গিয়ে চতুর্থ স্লিপে দাঁড়িয়ে থাকা লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দেন জাকির। ১ চারে ৩৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরত যান তিনি।  তিন বল পরই আউট হয়ে যান শান্ত। রবীচন্দ্রন অশ্বিনের বলে প্যাড আপ করেন তিনি। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন। পরে আম্পায়ারস কলে সাজঘরে ফেরত যেতে হয় ৫৭ বলে ২৪ রান করা শান্তকে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে