গুলশানের মোড়ে মোড়ে পুলিশ-আ.লীগের সতর্ক অবস্থান

গুলশানের মোড়ে মোড়ে পুলিশ-আ.লীগের সতর্ক অবস্থান

নিউজ ডেস্ক :  রাজধানীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে গুলশানের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১০ ডিসেম্বর) গুলশান-১ ও ২ মোড়ে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, গুলশান-১ ও গুলশান-২ মোড়ে প্রধান সড়কের একপাশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা চেয়ার পেতে বসে আছেন। এই সময় তাদের বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া মাঝে মাঝে মোটরসাইকেলেও তাদের শোডাউন দিতে দেখা যায়।নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি যাতে সমাবেশের নামের রাজধানীতে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা না চালাতে পারে, তাই তারা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে তারা সেটা প্রতিহত করবেন।গুলশান থানা আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সানোয়ার হোসেন বলেন, বিগত দিনে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করেছে। গণপরিবহনে পেট্রোল বোমা মেরে জ্বালাও-পোড়াও করেছে। তাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা রাস্তায় রয়েছেন। যাতে বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে তাদের ধরে আইনের হাতে তুলে দিতে পারেন।গুলশান থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তায় রয়েছেন। যে কোনো ধরনের পরিস্থতি মোকাবিলায় আজ সারান তারা রাস্তায় থাকবেন।এদিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যদের গুলশানের বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে দেখা গেছে। গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও ডিবি। এছাড়া গুলশান-২ মোড়েও পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ  বলেন, ঢাকায় রাজনৈতিক দলের সমাবেশ চলছে। গুলশান কূটনৈতিক এলাকা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী