টাঙ্গাইল থেকে ঢাকায় যাবে না কোনো বাস

টাঙ্গাইল থেকে ঢাকায় যাবে না কোনো বাস
নিউজ ডেস্ক :  ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার (১০ ডিসেম্বর) টাঙ্গাইল থেকে কোনো গণপরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না। যানবাহনের যেন কোনো ক্ষতি না হয় সে জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এমনটাই জানিয়েছেন টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক ও শ্রমিকরা।এদিকে বাস টার্মিনাল এলাকায় নেই যাত্রীদের চাপ। সকাল থেকেই টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়া হয়নি। এছাড়া উত্তরবঙ্গ থেকে বঙ্গবন্ধু সেতু দিয়েও দু-একটা বাস ছাড়া কোনো গণপরিবহন ঢাকার দিকে যেতে দেখা যায়নি। এ কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ছিল পুরোটাই গণপরিবহন শূন্য।বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সেতু পার হয়ে ১১৯২টি গণপরিবহন ঢাকার দিকে গেছে। স্বাভাবিক সময়ে ১২-১৩ হাজার যানবাহন পারাপার হয়।টাঙ্গাইল বাস-কোস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি জানান, তারা সমিতির মিটিং করে সব মালিকদের বাস চলাচল স্বাভাবিক রাখতে বলেছেন। এরপরও যদি তারা রাস্তায় বাস না নামায় সেক্ষেত্রে তার কিছু করার নেই।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে