ঢাকামুখী যানবাহনে তল্লাশি

ঢাকামুখী যানবাহনে তল্লাশি

নিউজ ডেস্ক : বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে ঢাকামুখী সব যানবাহনে তল্লাশি করছে পুলিশ। তল্লাশি ও জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর পেলেই ছাড়া হচ্ছে যানবাহন।ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের অন্তত ৩টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, চিটাগাং রোডে এসব চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে প্রতিটি যানবাহনে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। এর মধ্যে প্রতিটি যাত্রীবাহী বাসেও চলছে তল্লাশি।জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, এটি পুলিশের নিয়মিত কাজের অংশ। যেন কোথায় কোন অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত