প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদরের মহিষেরচর এলাকায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য তিনটি ইটভাটাকে সর্বমোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে ।জানা যায়, মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুনের নির্দেশক্রমে সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয় । এ সময় তার সাথে ফরিদপুর পরিবেশ অধিদপ্তর, মাদারীপুর কাস্টমস ও ভ্যাট বিভাগ, মাদারীপুর ফায়ার সার্ভিস , পুলিশ ও আনসার সদস্যসহ গঠিত টাস্ক ফোর্স ছিলেন । এ সময় এফএস ব্রিকস টু, এমআরবি ব্রিকস ও কেএম এইচ ব্রিকস প্রত্যেককে তিন লাখ টাকা করে সর্বমোট ৯ লাখ টাকা জরিমানা করা হয় । জেলা প্রশাসকের নির্দেশক্রমে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।