নিউজ ডেস্ক : চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের মুখে পিপার স্প্রে করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অংশ নিয়েছিল ১০-১২ জন। তাদের আশা ছিল জঙ্গি সদস্য আরাফাত ও সবুরসহ মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম, আবু সিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেওয়া।কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি।সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।তিনি বলেন, আমরা জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ফিল্ড অপারেশনের মূলহোতার নাম পেয়েছি। অপারেশনে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই আনসার আল ইসলামের শীর্ষ পর্যায়ের। সবাই এই জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্য।