আমির বললেন, ‘কাতার ও আরব থেকে বিশ্বকাপে স্বাগতম’

আমির বললেন, ‘কাতার ও আরব থেকে বিশ্বকাপে স্বাগতম’
স্পোর্টস ডেস্ক : আরব সংস্কৃতির দেখা মিললো পুরোটা জুড়ে। থাকলেন হলিউড কাঁপানো অভিনেতা মরগ্যান ফ্রিম্যানও।তার কণ্ঠে ফুটে উঠলো সমতার বার্তা। এর মধ্যে এসে পারফর্ম করে গেলেন বিটিএসের জাংকুক। নানা সমালোচনা পাশ কাটিয়ে এরপর পর্দা উঠলো কাতার বিশ্বকাপের।  ছোট্ট একটি বার্তায় পৃথিবীকে স্বাগত জানালেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ বলে শুরু করা ওই বক্তৃতায় তিনি জপে দিলেন উপভোগের মন্ত্রও।  শেখ তামিম বলেছেন, ‘কাতার ও আরব বিশ্বের পক্ষ থেকে ২০২২ বিশ্বকাপে স্বাগতম। মানুষে মানুষে বিভেদ ভুলে এই ঐক্য দেখতে কী দারুণ লাগছে! বিশ্বকে দোহায় স্বাগতম!’হলিউড তারকা ফ্রিম্যানের কণ্ঠেও ছিল এই সমতার বার্তা, ‘ফুটবল কিছুক্ষণের জন্য খেলাটির প্রতি ভালোবাসার কারণে পৃথিবীকে এক করে ফেলে। দেশকে একসঙ্গে করে, সমাজকেও। ’উদ্বোধনী অনুষ্ঠানের শেষদিকে ছড়িয়ে পড়ে আলোর রোশনাইয়ের আতশবাজি। আলোকিত হয়ে যায় আল বায়ত স্টেডিয়াম। এখানেই স্বাগতিক কাতারের সঙ্গে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মাঠের লড়াই।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন