পঞ্চগড়ে ভয়াবহ আগুনে পুড়ল ৫০ দোকান 

পঞ্চগড়ে ভয়াবহ আগুনে পুড়ল ৫০ দোকান 

নিউজ ডেস্ক :  গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পঞ্চগড় সদর বাজারে প্রায় অর্ধশতাধিক দোকানঘর পুড়ে গেছে। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট (পঞ্চগড়, আটোয়ারি, বোদা ও তেতুলিয়া) প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।শুক্রবার (১১ নভেম্বর) দিনগত গভীর রাতে পঞ্চগড় সদর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।জানা যায়, শুক্রবার ছুটির দিন থাকায় বাজারে লোকজন তেমন ছিল না। দ্রুত দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান ব্যবসায়ীরা। হঠাৎ রাতে পঞ্চগড় বাজারের উত্তর অংশে মুড়ি, মুরগি, শুটকি ও চুড়িপট্টিতে আগুন লাগে।আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পঞ্চগড় ফায়ার সার্ভিস। আগুনের দাবদাহ বাড়তে থাকলে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। প্রায় এক ঘণ্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।  পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক  বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সহায়তায় পঞ্চগড় বাজারের ভয়াবহ এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জরিপ করে দেখবো নির্দিষ্টভাবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে সর্ট সার্কিট থেকে দোকানগুলোতে আগুন লাগতে পারে। আমরা সব সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে রয়েছি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন