প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি: : মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ের প্রাঙ্গণে নবনির্মিত মুক্তিযুদ্ধ ও পুলিশ টেরাকোটা এবং মাদারীপুর মডেল সদর থানার অভ্যন্তরে নবনির্মিত বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করা হয়েছে। গত (৯ নভেম্বর) বুধবার বিকালে প্রধান অতিথি হিসেবে এগুলো উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. মোঃ আবদুস সোবাহান গোলাপ, টাঙ্গাইল-০২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম(বার) পিপিএম,পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,মাদারীপুর জেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন অফিসের অফিস প্রধানগণ এবং মাদারীপুর জেলা পুলিশ ও পুলিশের অন্যান্য ইউনিটের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ছাড়াও আরো অনেকেই। এছাড়াও তিনি প্রধান অতিথি থেকে স্বাধীনতা অঙ্গনে আজমত আলী খান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশনের শুভ উদ্বোধন, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় অংশগ্রহণ ও টেকের হাট স্থল কাম নদী ফায়ার ষ্টেশনের উদ্বোধন করেন । স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে বিজয়ী করে ক্ষমতায় আনবে। এজন্যই দেশের সবখানেই একটি কথা শোনা যায়, শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। বিএনপি রাজধানী ঢাকায় লক্ষ্য লক্ষ্য মানুষ নিয়ে সমাবেশ করবে। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করলে, জনগনের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।
স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি। তাদের ধারণা ছিল বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে থাকবে, সেই ঘুঁড়ে দাঁড়াবে। ইতিহাসে এমন হত্যাকান্ড আর একটাও নেই। যেখানে শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছিল। তাকে দেশের জন্য শাহাদাৎবরণ করতে হয়েছিল।