সড়ক দুর্ঘটনায় ধর্ষণ মামলার আসামিসহ দুই পু‌লিশ সদস্য নিহত

সড়ক দুর্ঘটনায় ধর্ষণ মামলার আসামিসহ দুই পু‌লিশ সদস্য নিহত

নিউজ ডেস্ক :  টাঙ্গাইলের মধুপু‌রে ট্রা‌কের পেছ‌নে মাইক্রোবাসের ধাক্কায় ধর্ষণ মামলার আসামিসহ দুই পু‌লিশ সদস‌্য নিহত হ‌য়েছেন। এসময় আহত হ‌য়ে‌ছেন আরও দুইজন।সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দি‌কে মধুপুর-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার গোলাবা‌ড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।নিহতরা হ‌লেন- জামালপুর সদরের নারায়ণপুর পু‌লিশ ফাঁড়ির সদস‌্য নুরুল ইসলাম ও সো‌হেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লালন (২৪)। লালন জামালপুর সদ‌রের গজারহাটা গ্রা‌মের আবুল হো‌সে‌নের ছেলে।  মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, ধর্ষণ মামলার আসামির মে‌ডি‌কেল পরীক্ষা শে‌ষে মাইক্রোবা‌সে করে ঢাকা থে‌কে জামালপুর ফিরছিলেন পুলিশের একটি দল। প‌থে গোলাবা‌ড়ি এলাকায় এক‌টি ট্রা‌কের পেছ‌নে স‌জো‌রে ধাক্কা লা‌গে মাইক্রোবাসের। এতে ঘটনাস্থ‌লেই দুই পুলিশ সদস‌্য ও ধর্ষণ মামলার আসামির মৃত‌্যু হয়। এসময় আহত হন আরও দুইজন।তি‌নি আরও জানান, মঙ্গলবার সকা‌লে নিহত‌দের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া ‌শে‌ষে পু‌লিশ সদস‌্যদের মর‌দেহ যার যার কর্মস্থলে পাঠা‌নো হ‌বে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি