ফের বাড়ছে বিদ্যুতের দাম, ঘোষণা বৃহস্পতিবার

ফের বাড়ছে বিদ্যুতের দাম, ঘোষণা বৃহস্পতিবার
 নিউজ ডেস্ক বিদ্যুুতের পাইকারি পর্যায়ে নতুন দাম আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঘোষণা করা হবে।মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য (গ্যাস) মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী গণমাধ্যমে বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।মকবুল-ই-ইলাহী চৌধুরী বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।বিদ্যুতের দাম বৃদ্ধির লক্ষ্যে ১৮ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। মে মাসের গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী ১৪ অক্টোবর।এর আগে, বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল যেকোনো দিন বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা আসতে পারে বলে গত রোববার জানিয়েছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার এসিল্যান্ড শায়েখা সুলতানার

অনশনকারীদের ডাব খাইয়ে ৫৯ ঘণ্টা পর অনশন ভাঙালেন বেরোবি উপাচার্য