স্মৃতিসৌধে গাছ পড়ে ১ দর্শনার্থীর মৃত্যু, আহত ২

স্মৃতিসৌধে গাছ পড়ে ১ দর্শনার্থীর মৃত্যু, আহত ২

নিউজ ডেস্ক :  সাভারের জাতীয় স্মৃতিসৌধে বেড়াতে এসে মাথায় দুটি গাছ উপড়ে পড়ে সায়মুন (২৪) নামে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।তারা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দর্শনার্থীর মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেন সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।এর আগে, বিকেল ৫টার দিকে স্মৃতিসৌধের ভেতরে সিগনেচার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।সায়মুন চাঁদপুর জেলা থানার নিশ্চিন্ত পুর গ্রামের শাজাহানের ছেলে। আহতরা হলেন- নাজমুন নাহার ও তুর্য।জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার মিজানুর রহমান বলেন, সিগনেচার পয়েন্টের পাশে সারিবদ্ধ বড় বড় গাছগুলোর নিচে অবস্থান করছিলেন ওই তিন দর্শনার্থী। ধারণা করা হচ্ছে মাটি নরম থাকায় গাছগুলো তাদের উপরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।তিনি বলেন, ঘটনার পর আমরা তাদের উদ্ধার করে গণসাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাই। সায়মুনের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসাইন্সে রেফার্ড করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন