যাওয়ার আগে আশার কথা শোনালেন তাসকিন

যাওয়ার আগে আশার কথা শোনালেন তাসকিন
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সময় এমনিতে খুব একটা ভালো কাটছে না। এশিয়া কাপ ব্যর্থতার পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে মাঠে নেমেছে টাইগাররা।ওই ম্যাচগুলো জিতলেও প্রত্যাশা পূরণ হয়নি সেভাবে।বাংলাদেশের মূল চ্যালেঞ্জ শুরু হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। বিশ্বকাপ ও এই সিরিজ খেলতে শুক্রবার রাতে দেশ ছেড়েছে টাইগাররা। এর আগে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, সবকিছুই কঠিন; তবে জয় করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।তাসকিন বলেছেন, ‘আমাদের তো স্বপ্ন আছে। আমরা সবাই নিজেদের জায়গা থেকে উন্নতিতে মনোযোগী। এক-দুই মাসে বিশ্বকাপ জয়ের মতো দল হয়ে ওঠা কঠিন। এজন্য উন্নতিতে মনোযোগ হওয়া উচিত। তাতে এখন না হলেও কিছু সময় পর যেন বিশ্বকাপের আসরে লড়াই করতে পারি। ’নিউজিল্যান্ডে দলের লক্ষ্য কী? এ নিয়ে তাসকিন বলেছেন, ‘আমরা খুব বেশি সফল নই এই ফরম্যাটে। যে যার জায়গা থেকে ২০-৩০ শতাংশ উন্নতি করে নিউজিল্যান্ড থেকে যেন অস্ট্রেলিয়ায় যেতে পারি এটাই আমাদের লক্ষ্য। ’‘আমাদের সামর্থ্য আছে। নিশ্চিত করেই বলতে পারি ভালো কিছু হওয়া সম্ভব। সবকিছু কঠিন। কন্ডিশন, প্রতিপক্ষ…কিন্তু সব কিছুই জয় করা সম্ভব। ’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি