কমছে বাস ভাড়া, স্বল্প দূরত্বে পড়বে প্রভাব? 

কমছে বাস ভাড়া, স্বল্প দূরত্বে পড়বে প্রভাব? 
জ্বালানি তেলের মূল্য হ্রাসের পর বিআরটির প্রস্তাব অনুমোদন হলে দূরপাল্লার বাস ভাড়া হবে কিলোমিটারপ্রতি ২ টাকা ১৫ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কিলোমিটারপ্রতি বাস ভাড়া হবে ২ টাকা ৪৫ পয়সা।

বিআরটিএর একজন কর্মকর্তা জানিয়েছেন, জ্বালানি তেলের হ্রাসকৃত মূল্যের সঙ্গে বাস ভাড়া সমন্বয়ের জন্য মঙ্গলবার (৩০ আগস্ট) বিআরটিএ কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি প্রস্তাব প্রায় চূড়ান্ত করে আনা হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার (৩১ আগস্ট) আরেকটি সভা অনুষ্ঠিত হতে পারে। এরপর প্রস্তাবটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হবে।এর আগে, জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (৩০ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভার বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস ভাড়া কমানোর কথা বলেন।  মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি পদে থাকা খন্দকার এনায়েত উল্যাহও ছিলেন আলোচনা সভার মঞ্চে।গত ৬ আগস্ট জ্বালানি তেলের বর্ধিত দামের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ। এতে ৪০ পয়সা বাড়িয়ে দূরপাল্লার বাস ভাড়া নির্ধারণ করা হয় ২ টাকা ২০ পয়সা। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য ৩৫ পয়সা বাড়িয়ে কিলোমিটারপ্রতি বাস ভাড়া নির্ধারণ করা হয় ২ টাকা ৫০ পয়সা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন