নোয়াখালীতে বিদেশি মুদ্রা দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে বিদেশি মুদ্রা দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

সমাচার ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে বিদেশি মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে নিরীহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনটি ১০০ সৌদি রিয়ালের নোটে একটি বান্ডিল পেঁচিয়ে প্রতারণা করছিলেন তারা। গ্রেপ্তার আসামিরা হলেন- গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার নয়াদিঘীর পাড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে টুটুল (৪৪), তরসিরামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৪৮) ও সারাজানের ছেলে মো. সবুজ (২৬)। গতকাল বৃহস্পতিবার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গত বুধবার বিকাল সাড়ে ৪টায় বেগমগঞ্জ উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি মুদ্রা দেখিয়ে প্রতারণা করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিরা বিদেশি মুদ্রার প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। গত বুধবার বিকালে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় বিদেশি টাকা দেখিয়ে প্রতারণার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজাদ কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৪

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী