সার্বিয়া যেতে কূটনৈতিক-অফিসিয়াল পাসপোর্টে ভিসা লাগবে না

সার্বিয়া যেতে কূটনৈতিক-অফিসিয়াল পাসপোর্টে ভিসা লাগবে না
একইভাবে সার্বিয়ার কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদেরও বাংলাদেশে আসতে ভিসা লাগবে না।বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে চুক্তিটি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেক দেশের সঙ্গে বাংলাদেশের এ ধরনের চুক্তি রয়েছে। সার্বিয়ার সঙ্গে চুক্তির ফলে কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট যাদের থাকবে, তাদেরকে পারস্পারিক যোগাযোগ ও যাতায়াতের ক্ষেত্রে ভিসা নিতে হবে না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পবিপ্রবি র‌্যাগিংয়ে আহত পাঁচ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

বড়াইগ্রামে নির্যাতিত আ’লীগ কর্মীর বাড়িতে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী