ভোলায় পুলিশ মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক

ভোলায় পুলিশ মোতায়েন, পরিস্থিতি স্বাভাবিক
এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছে জেলা বিএনপি। জুমার নামাজ শেষে জেলার সব মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হবে।এছাড়া বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক।অন্যদিকে স্বেচ্ছাসেবক দল সদস্য নিহতের ঘটনায় ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত)-সহ ৩৬ পুলিশকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী খাদিজা বেগম।এ বিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মো. আসাদুজ্জামান বলেন, মামলার আদেশ এখনো পুলিশের কাছে এসে পৌঁছায়নি, আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে জনগণের নিরাপত্তায় প্রশাসন গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করেছে। বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথায় কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবন স্বাভাবিক রয়েছে। 

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

মেডিকেল কলেজ বন্ধে সরকারের কোনো সিদ্ধান্ত নেই: অধ্যাপক ডা. নাজমুল হোসেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস, উন্মোচিত হলো লোগো